অরজিনাল হাইব্রিড ভিয়েতনামের নারিকেল
কৃষি মন্ত্রণালয় খাটো জাতের হাইব্রিড নারিকেল গাছ রোপনে গুরুত্ব দিচ্ছে। আর সনাতনী গাছের তুলনায় প্রায় তিনগুণ বেশি নারিকেল দেবে এ গাছ।
আর চারা বপণের দুই থেকে আড়াই বছরের মধ্যেই ফলবে। চাষিকে ৬-৭ বছর অপেক্ষা করতে হয় না। নতুন উদ্ভাবিত এ গাছ বছরে ২৫০ থেকে ৩৫০টি নারিকেল দিয়ে থাকে। পরিমাণটি দেশি গাছের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি।
গাছের উচ্চতা ২ থেকে ৪ ফুট হলেই নারিকেল ধরা শুরু করে। কৃষি মন্ত্রণালয় থেকে খর্বাকৃতির এই নারিকেল গাছ রোপনে জোর দেয়া হচ্ছে।
বাংলাদেশে দুটি খাটো জাতের নারিকেল গাছের চাষ হয়। একটি হলো ডিজে সম্পূর্ণ হাইব্রিড ডোয়াফ নারিকেল এবং অন্যটি হলো ভিয়েতনাম থেকে আমদানি করা ‘উন্নত ও খাটো’ ওপেন পলিনেটেড (ওপি) জাত।
ভিয়েতনাম থেকে সংগ্রহ করা এ জাতটি আবার দু-ধরনের, সিয়াম গ্রিন কোকোনাট এবং সিয়াম বস্নু কোকোনাট। দুটি জাতই বছরে প্রায় ৩৫০টি নারিকেল দেয়।
আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এ চোখ রাখুন।নিচে লিঙ্ক দেয়া হলো:
ফেইসবুক পেজ- https://rb.gy/8iqym9
ইউটিউব চ্যানেল- https://rb.gy/dmvi7c
যোগাযোগ এর ঠিকানা : যুব এগ্রো ( Jubo Agro )
গ্রাম শিবপুর , বানেশ্বর , রাজশাহী।