দূর থেকে দেখলে থ’ লেগে যাবেন। এ যে আম গাছে কলা! দেখতে অনেকটা সাগর কলার মত। আসলে কলা নয়, আম গাছে আমই ধরেছে। নাম তার কলা আম বা ব্যানানা ম্যাংগো। দেশের সর্বত্র এ আম পাওয়া না গেলেও ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে বেনানা ম্যাংগো।
থাইল্যান্ডভিত্তিক এই আম স্বাদে ও গন্ধে বেশ মনকাড়া। দেখতে কলার মতো লম্বা, পাকার সময় দুধে আলতা মেশানোর মতো হলুদ থেকে গোলাপি রঙের, আঠি চোকা পাতলা, রয়েছে প্রকৃত আমের স্বাদ। মিষ্টতা ১৯ /২০ টিএসএস এবং ৮৩% ই ভক্ষণযোগ্য। প্রচলিত জাতের চেয়ে এ আমে ফলন দ্বিগুণের বেশি।
আপনি চাইলেই নিজের বাসাবাড়ির ছাদে কিনবা বাড়ীর আঙ্গিনাই রোপণ করে উপভোগ করতে পারেন এই ফলটি।
আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এ চোখ রাখুন।নিচে লিঙ্ক দেয়া হলো:
ফেইসবুক পেজ- https://rb.gy/8iqym9
ইউটিউব চ্যানেল- https://rb.gy/dmvi7c
যোগাযোগ এর ঠিকানা : যুব এগ্রো ( Jubo Agro )
গ্রাম শিবপুর , বানেশ্বর , রাজশাহী।