মাল্টা হচ্ছে Citrus × sinensis উদ্ভিদের ফল। এর ইংরেজি নাম Orange বা Sweet orange, যদিও অনেকে ভুল করে একে grapefruit (C. paradisi) বলে থাকেন। এছাড়া Mandarin orange-কে বাংলায় কমলা বলা হয়, যা C. reticulata উদ্ভিদের ফল।
মাল্টা ফলটি জাম্বুরা (Citrus maxima) এবং কমলা (Citrus reticulata) এই দুই ফলের শংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। ‘বারি মাল্টা ১’ নামে একটি উন্নত মাল্টার জাত বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে এবং বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোতে এর কিছু চাষ হচ্ছে। বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় ফল, তবে স্থানীয় উৎপাদন খুবই কম; বেশির ভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। উর্দু ভাষাতেও একে ‘মাল্টা’ বলা হয়। এছাড়া হিন্দিতে একে ‘সান্তারা’ এবং অসমীয়া ভাষায় একে ‘সুমথিৰা টেঙা’ বলা হয়
আপনি চাইলেই নিজের বাসাবাড়ির ছাদে কিনবা বাড়ীর আঙ্গিনাই রোপণ করে উপভোগ করতে পারেন এই ফলটি।
সকল চারার লিস্ট – https://rb.gy/ubrun8
আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এ চোখ রাখুন।নিচে লিঙ্ক দেয়া হলো:
ফেইসবুক পেজ- https://rb.gy/8iqym9
ইউটিউব চ্যানেল- https://rb.gy/dmvi7c
যোগাযোগ এর ঠিকানা : যুব এগ্রো ( Jubo Agro )
গ্রাম শিবপুর , বানেশ্বর , রাজশাহী।